দই বেগুন
উপকরন :
১.বেগুন
২. হলুদ গুড়া
৩. মরিচ / কাচা
৪.চিনি
৫.গোল মরিচ
৬.দই / টক
৭.লবন
৮.তেল
দই বেগুন প্রস্তুত প্রনালী :
১.বেগুন কেটে নেই । ধুয়ে হলুদ ও লবন মাখিয়ে ১-২ ঘন্টা মেরিনেট করি । বেগুনের পানি ঝরায়ে ফেলতে হবে
২.ফ্রাইং প্যানে তেল গরম করে বেগুন ভেজে নেই । সব বেগুন ভাজা হলে ঠান্ডা হওয়ার জন্য রাখ ।
৩.দই ভাল কওে ফেটে নেই । একই তেলে গোলমরিচ , রসুন , লবন , চিনি , মরিচ মিশাতে হবে ।
৪. এবং হালকা ভাজা হবে । ভাজা হলে বেগুন গুলো ছেড়ে দেই।
You can watch the video of yogurt and eggplant curry
Spread the love