ব্রেড ক্যাসারোল

ব্রেড ক্যাসারোল

 

উপকরণ : 

ডিম ৪টা, 

ঘন দুধ ৫০০ মি. লি., 

পাউরুটি স্লাইস ৬টি, 

গ্রেট করা চিজ আধা কাপ, 

বাটার ২ টেবিল চামচ, 

ক্যাপসিকাম স্লাইস চার ভাগের এক কাপ, 

মাশরুম স্লাইস চার ভাগের এক কাপ, 

গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, 

লবণ স্বাদমত।

 

প্রণালী : 

> দুধে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। 

> পাউরুটির চার পাশের শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। 

> ডিম ফেটিয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। 

> এই মিশ্রণ পাউরুটির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছু ক্যাপসিকাপ ও মাশরুম কুচি দিতে হবে। 

> একটি ওভেন প্রুফ পাত্রে বাটার গ্রিজ করে মিশ্রণটি ঢেলে দিয়ে উপরে ক্যাপসিকাম, মাশরুম 

> কুচি ছড়িয়ে গ্রেটেড চিজ ছড়িয়ে দিন। 

> মাইক্রো পাওয়ার ঐরময সেট করে ১২-১৫ মিনিট রান্না করুন। 

> রান্না হয়ে গেলে গ্রিল স্ট্যান্ডে রেখে ২/৩ মিনিট গ্রিল করুন। 

> স্লাইস করে আপনার সন্তানের টিফিন বাটিতে দিয়ে দিন মজাদার ব্রেড ক্যাসারোল।

How to Make Mediterranean Bread Casserole – What’s For Dinner

Spread the love

Leave a Comment

4 × five =