কাউনের ক্ষীর, বাদাম ক্ষীর এবং দই ক্ষীর

কাউনের ক্ষীর, বাদাম ক্ষীর, দই ক্ষীর 

কাউনের ক্ষীর

কাউনের ক্ষীর উপকরণ

১. দুধ — দেড় লিটার

২. কনডেন্সড মিল্ক — আধা টিন

৩. দারচিনি — ২ টুকরা

৪. গোলাপ-কেওড়া জল — ১ টেবিল চামচ

৫. কাউন — আধা কাপ

৬. চিনি — আধা কাপ

৭. এলাচ — ৪-৫ টি

৮. কিশমিশ, কাজু, পেস্তা কুচি — ২ টেবিল চামচ

কাউনের ক্ষীর তৈরির প্রণালী

১. প্রথমে কাউন ঝেড়ে-বেছে-ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে ।

২. তারপর কাউনের পানি ঝরিয়ে দুধের সাথে মিশিয়ে চুলায় বসাতে হবে । এলাচ, দারচিনি দিতে হবে । ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পোড়া না লাগে ।

৩. দুধ ঘন হয়ে এলে আঁচ কমিয়ে কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে ২-৩ বার চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে ।

৪. অর্ধেক কিশমিশ, পেস্তা কুচি ও গোলাপ-কেওড়া জল দিয়ে নামিয়ে নিতে হবে ।

৫. একটি পাত্রে ঢেলে বাকি কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

 

বাদাম ক্ষীর

বাদাম ক্ষীর উপকরণ

১. দুধ — ১ লিটার

২. এলাচ গুঁড়া — এক চতুর্থাংশ চা চামচ

৩. গোলাপ জল — ১ চা চামচ

৪. পানি — আধা কাপ

৫. কাঠবাদাম — আধা কাপ

৬. চিনি — আধা কাপ

৭. জাফরান — এক চতুর্থাংশ চা চামচ

৮. পেস্তাবাদাম — ৭-৮ টি

বাদাম ক্ষীর তৈরির প্রণালী

১. প্রথমে কাঠবাদাম গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে খোসা ফেলে দিতে হবে । আধা কাপ পানি দিয়ে বাদাম পেস্ট করে নিতে হবে ।

২. তারপর দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নিতে হবে । বাদাম পেস্ট দিয়ে ফুটিয়ে ঘন করে চিনি দিতে হবে । ১ চা চামচ দুধে জাফরান গুলে দিতে হবে । এলাচ গুঁড়া ও গোলাপ জল দিয়ে ভালোকরে নেড়ে নামিয়ে নিতে হবে ।

৩. সবশেষে ঠান্ডা হলে পাত্রে ঢেলে পেস্তা কুচি ‍দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

 

দই ক্ষীর

দই ক্ষীর উপকরণ

১. ঘন দুধ — ১ কাপ

২. পেস্তাবাদাম কুচি — আধা টেবিল চামচ

৩. কিশমিশ — আধা টেবিল চামচ

৪. এলাচ গুঁড়া — আধা চা চামচ

৫. পানি ঝরানো টক দই — ৫০০ গ্রাম

৬. কনডেন্সড মিল্ক — ১ টিন

৭. কাঠবাদাম কুচি — আধা টেবিল চামচ

৮. গোলাপজল — ১ টেবিল চামচ

দই ক্ষীর তৈরির প্রণালী

১. প্রথমে এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করে নিতে হবে ।

২. বাদাম কুচি ব্যতীত সব উপকরণ ব্লেন্ড করে নিতে হবে ।

৩. অর্ধেক বাদাম কুচি মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে ।

৪. একটি পাত্রে ঢেলে ৪-৫ ঘন্টা রেফ্রিজারেটরে রেখে বাকি পেস্তাবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

 

Spread the love

Leave a Comment

fifteen − 7 =