পুই পাকরা
উপকরন:
১. পুই শাক
২.বেসম
৩.পেয়াজ
৪.কাচা মরিচ
৫.লবন
৬.চালের গুড়া
৭.ডিম
৮.ধনে গুড়া
পুই পাকরা প্রস্তুত প্রনালী :
১. প্রথমে , একটি ডিসে পুইশাক , বেগুন , চালের গুড়া , পেয়াজ ,কাচা মরিচ , লবন ও ধনে গুড়া দিয়ে মিশাতে হবে
২. এবং হাত দিয়ে নিজের ইচ্ছেমত সেপে আনতে পারি
৩.একটি ডিম ভাল কওে ফেটিয়ে দিতে তাতে ডুবিয়ে তেলে ভাজতে হবে ।
Spread the love