লেবুর জুস
উপাদান
১) লেবু
২) রসুন কুচি
৩) শুকনা মরিচ
৪) লবন
৫) চিনি
৬) সরিসার তেল
লেবুর জুস প্রনালী :
১) প্রথমে শুকনা মরিচ সরিসার তেলে ভেজে নেই ।
২) লবন দিয়ে শুকনা মরিচ ডলে নেই ।
৩) রসুন কুচি ও চিনি দিয়ে দেই
৪) লেবুর রস ও পানি মিশিয়ে দেই
ভাতের সাথে , খিচুরি , ঝাল নাস্তা সাথে খাওয়া যায় ।
Spread the love