এগ ডিলাইট
উপকরন :
১.ডিম – ২ টা
২.দুধ -১ কাপ
৩.চিনি – ২ টেবিল চামচ
৪.লেবুর রস – ১ টেবিল চামচ
৫.কিচমিস আধা কাপ
৬.এলাচ ও দারচিনি
এগ ডিলাইট প্রস্তুত প্রনালী :
১.ডিম ফেটে দুধ , চিনি এবং লেবুর রস মিশাই ।
২.সসপ্যানে ঘি নিয়ে মৃদু আঁচে উপকরন দিয়ে দেই।
৩. অনবরত নাড়তে হবে ।
৪.ডিম জমাট বেধে বুন্দিয়ার মত ছোট ছোট গুটি হলে ভিজিয়ে কাটা কিসমিস দিয়ে নামিয়ে ফেলতে হবে।
স্বাদ :
যা দিয়ে খাওয়া হয় : রুটি, পরোটা, লুচি
Spread the love