কীভাবে মিক্স সালাত তৈরী করতে হয়
উপকরন :
১.টকদই
২.সয়াসস
৩.টমেটো সস
৪.টমেটো , গাজর , শসা , লেবু ,
৫. ধনিয়া পাতা , পেয়াজ , কাচা মরিচ
৬.লবন
৭.চিনি
মিক্স সালাত প্রস্তুত প্রনালী :
১.প্রথমে , টক দই , সয়াসস ও টমেটো সস , চিনি ,লবন মিশাতে হবে ।
২.সব উপকরন একত্রে মিশিয়ে নিতে হবে একটি ডিশে ।
৩.এবার তৈরী সস মিশাতে হবে ।
৪.তৈরী হয়ে গেল মিক্স সালাদ ।
Spread the love