কাঁচা আমের চাটনী
উপকরন :
১.কাঁচা মরিচ
২.লবন
৩.হলুদের গুড়া
৪.চিনি
৫.গরম মসলা
৬.পাঁচ ফোঁড়ন
৭.সরিষার তেল
৮.মরিচের গুড়া
কাঁচা আমের চাটনি প্রস্তুত প্রনালী :
১.প্রথমে , আম , লবন , হলুদ ও মরিচের গুড়া দিয়ে সিদ্ধ করি ।
২.আধা সিদ্ধ হলে চিনি দিয়ে দেই তারপর নামিয়ে নেই ।
৩.তেলে পাঁচ ফোঁড়ন দিয়ে আম দিয়ে দেই ।
৪.মৃদু আচে রেখে নামিয়ে ফেলি ।
Spread the love