আলু পাকন পিঠা

আলু পাকন পিঠা

আলু পাকন পিঠা তৈরির জন্য উপকরণ

১)    ডিম — ১ টি

২)     পানি — ১ কাপ

৩)    সিরা তৈরির জন্য

৪)    চিনি — ২ কাপ

৫)    এলাচ — ২/৩ টি

৬)    পানি — আধা কাপ

৭)    দারচিনি(২ ‍ইঞ্চি) — ২ টুকরা

৮)    চালের গুঁড়া — ১ কাপ

৯)    ময়দা — ২ টেবিল চামচ

১০)    ঘি — ৩ টেবিল চামচ

১১)    লবণ — আধা চা চামচ

১২)    তেল(ভাজার জন্য)— পরিমানমতো

১৩)    সিদ্ধ আলু চটকানো — আধা কাপ

১৪)    পেষা চিনি — ৩ টেবিল চামচ

এ সকল উপকরণ একসাথে করে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে নিতে হবে ।

 

আলু পাকন তৈরির প্রণালী

১) হাঁড়িতে পানি ও লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে । ফুটন্ত পানিতে চালের গুড়া দিয়ে শুকনা শুকনা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে ।

২) ঠান্ডা হলে ১ টি ডিম, ঘি, ময়দা, পেষা চিনি ও পরিমানমতো চটকানো আলু দিয়ে মথে মশৃন ডো তৈরি করতে হবে যেন বেলা যায় ।

৩) পরিমানমতো ডো নিয়ে আধা ইঞ্চি পুরু বেলে কাটার দিয়ে কেটে নিতে হবে ।

৪)সুই বা খেজুর কাঁটা দিয়ে নকশা করতে হবে ।

৫) ডুবোতেলে সোনলি করে ভাজতে হবে । তারপর সিরায় দিতে হবে ।

৬) এরপর ৫-৭ মিনিট পর সিরা থেকে তুলে পরিবেশন করুন ।

Spread the love

Leave a Comment

nineteen − 1 =