About us

LusisRecipes.com

আমার ব্লগে  আপনাকে স্বাগতম।

ওয়েলকাম টু মাই লুসিস রেসিপিস ইউটিউব চ্যানেলে । প্রতিনিয়ত আমি বিভিন্ন রেসিপি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি । আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আপডেট থাকুন ।

আমার  লুসিস রেসিপিস ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথেই খাকুন । প্লিজ ফলো মাই লুসিস রেসিপিস ইনস্টাগ্রাম একা্‌উন্ট এন্ড গেট আপডেট । আমার টুইটার একাউন্টটি ফলো করতে পারেন রান্না বান্নার টিপস এর জন্য লুসিস রেসিপিস ডট কম ব্লগ সাইটে আমি আমার রেসিপি গুলির টেক্সট শেয়ার করি প্রতিনিয়ত । ভিসিট করুন আমার লুসিস রেসিপিস সাইটে ।

Thank you all for being with Lusi’s Recipes

আমি ফারজানা লুসি। পেশায় একজন গৃহিনী । ব্লগটিতে যে কনটেন্ট গুলি পাবলিশ করা হয়, তা আমার রেসিপি অথাৎ  এগুলি আমি লিখি এবং যে ইউটিউব চ্যানেল টি আমাদের আছে এর জন্য যেকোন রেসিপির রান্নার কাজ আমি করি। আমার স্বামী ব্লগে শুধু এই কনটেন্ট গুলি প্রকাশ করে এবং ‍এসইও এর অন্যান্য কাজ করে।

আমার চ্যানেলটির জন্য যে রান্না করি তা আমার স্বামী ভিডিও করা সহ এডিটিং এর কাজ করে আমাকে সাহায্য করে। আমার বিয়ের আগে রান্না করাটা আমার নিকট খুব কঠিন বিষয় ছিল। বিয়ের সময় স্বামীকে বলতাম রান্না-বান্না তো আমি পারিনা, স্বামী বলতো টুকটাক যা পার তা ‍দিয়েই চলবে, এরপর থেকে রান্নার প্রতি আগ্রহ বাডে এবং তখন থেকেই ধরনের দেশী-বিদেশী রান্না শিখি এবং সেগুলি বাসায় নিজেরা খাওয়ার জন্য তৈরি করি।

এভাবেই  রান্নার রেসিপিগুলি আমার নিকট সহজ হয়ে যায় এবং এরপর থেকেই আমি ইউটিউব চ্যানেল এর রান্না করি ও ব্লগের জন্য রেসিপির কনটেন্ট লিখি। আস্তে আস্তে রান্না-বান্নার সাহসটি আমার হয়েছে বেশি সমস্যা হয়নাই।

বাংলাদেশের বিভিন্ন ধরনের রেসিপির রান্নার কনটেন্ট আমি লিখে ফেলি যখন আমি আমাদের জন্য রান্নাটি করি, এভাবেই আমার কনটেন্ট গুলি দাড়িয়েছে এবং এই ব্লগটিতে এই কনটেন্ট গুলি প্রকাশ হচ্ছে।

এই ব্লগটিতে আপনারা আমার যেকোন রেসিপির জন্য ঐ রেসিপি, ইমেজ ও ভিডিও পাবেন। সব সময় ভিডিও করা সম্ভব হয় নাই, তাই ব্লগে দই একটা অন্যের ভিডিও থাকতে পারে, যা আমি পরে রান্না করে ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ।

মজাদার ও স্বাস্থ্য সম্মত সকল রেসিপি আমার এই ব্লগে পাবেন। আপনারা এই রেসিপিগুলি যেটিই নিজে রান্না করবেনা, রান্নার অভিজ্ঞতা, অনুভুতি আমাদের এই ব্লগে ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন প্লিজ।

এই ব্লগে যে শুধু আমার করা রেসিপিই স্থান পাবে তা নয়, আপনারাও চাইলে যেকোন রেসিপি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল এড্রেস- এ আমরা আপনার রেসিপি আপনার নামেই পাবলিশ করব ইনশাআল্লাহ্।

আমি আশাকরি, আমার রেসিপি ব্লগটি উপভোগ করবেন এবং সবাই আপনাদের ফেসবুকে যেকোন রেসিপি বা ব্লগটি শেয়ার  করবেন। আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিতে পারেন ও টুইটার-এ আমাকে এ্যাড করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল টি অবশ্যই সাবসক্রাইব করবেন ইনশাআল্লাহ্ ।

সব শেষে আমি বলব আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এর ব্যাপারে আপনাদের যেকোন মন্তব্য, মতামত ও সাজেশন থাকলে আমাদের জানাবেন।

ফারজানা লুসিধন্যবাদান্তে

Blog: LusisRecipes.com

Cell: 8801711-133548

Lusi’s Recipes channel intro video: 

Spread the love